Home জাতীয় ফুলতলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব শামীম আহম্মেদ এর আশ্রায়ন প্রকল্পের ঘর পরিদর্শন

ফুলতলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব শামীম আহম্মেদ এর আশ্রায়ন প্রকল্পের ঘর পরিদর্শন

45

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ সোমবার দুপুর ১ টায় ফুলতলা উপজেলার ধোপাখোলা গ্রামে আশ্রায়ন- ২ এর অধীনে নির্মানাধীন একক গৃহ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক- ৬ (যুগ্ম সচিব) শামীম আহম্মেদ। এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহানাজ পারভীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুব উল আলম, থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, উপজেলা প্রকৌশলী ইয়াসিন আরাফাত, প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, জামিরা ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, যুগ্ম সচিব শামীম আহম্মেদ ধোপাখোলা গ্রামে নির্মানাধীন মাহফুজা বেগম, আম্বিয়া বেগম ও জুয়েল শেখ এর ঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে যুগ্ম সচিব নির্মানাধীন ঘরের সামগ্রিক কাজের উপর সন্তোষ প্রকাশ করেন।