Home কৃষি ফুলতলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

ফুলতলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

30

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ২০২২-২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ফুলতলা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গতকাল সোমবার বেলা ১১টায় কৃষক প্রশিক্ষণ হলরুমে রবি মৌসুমে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ তাসমিনা হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সহকারী প্রোগ্রামার আইসিটি পুষ্পেন্দু দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে ১১০০ জন সরিষা চাষির মাঝে ০১ (এক) কেজি বীজ, ১০ (দশ) কেজি ডিএপি সার ও ১০ (দশ) কেজি এমওপি সার, ৫০ জন গম চাষীর মধ্যে ২০ কেজি বীজ ১০ (দশ) কেজি ডিএপি সার ও ১০ (দশ) কেজি এমওপি সার এবং ৩০ জন পেঁয়াজ চাষীর মধ্যে ০১ (এক) কেজি বীজ, ১০ (দশ) কেজি ডিএপি সার ও ১০ (দশ) কেজি এমওপি সার বিতরণ করা হয়।