Home সাহিত্য ও বিনোদন প্রফেসর হামিদ মোল্লা রচিত তিনটি বইয়ের মোড়ক উন্মোচন

প্রফেসর হামিদ মোল্লা রচিত তিনটি বইয়ের মোড়ক উন্মোচন

68

জাকির হোসেন আজাদী : উৎসব মুখর পরিবেশে প্রফেসর হামিদ মোল্লা রচিত তিনটা বই-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান গতকাল (১৪ মে) শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশিত বই তিনটি যথাক্রমেঃ(১) শেকসপীয়রের নাট্যজগত,(২)দ্য গোল্ডেন বুক অব টেগোর ও রবীন্দ্রনাথ এবং(৩) রবীন্দ্র সংগীতের মর্মকথা।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন জনাব বাসুদেব বসু,অধ্যক্ষ,সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, জনাব কবির রায়হান ও জনাব শুভ্র আহম্মদ।সভাপতিত্ব করেন ভাষা-গবেষক কাজী মুহাম্মদ অলিউল্লাহ।

সব্যসাচী আবৃত্তি সংসদ কর্তৃক আয়োজিত ও পরিচালিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঐ সংগঠনের সম্পাদক জনাব মনিরুজ্জামান ছট্টু এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এর সভাপতি হেনরী সরদার।

সকল বক্তাই এ ব্যাপারে ঐকমত্য ব্যক্ত করেন যে একই সাথে একই লেখকের তিন তিনটি বই-এর প্রকাশনা সত্যিই এক বিরল ঘটনা।

লেখক হামিদ মোল্লা তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে যেয়ে বলেন, যে প্রকাশনার ব্যাপারে সকলের সহযোগিতা পেয়েছেন বলেই তিনি কাজটি সফল করতে পেরেছেন। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বই তিনটি পড়ার জন্য সকলকে অনুরোধ করেন।