ডেস্ক রিপোর্ট: বর্তমান সময়ে পিএইচডি ডিগ্রি, মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন তালেবানের সরকারের শিক্ষামন্ত্রী শেখ মৌলভি নুরুল্লাহ মুনির। তার এমন মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি উচ্চশিক্ষা নিয়ে কথা বলেছেন।
নুরুল্লাহ মুনির বলেন, ‘বর্তমান সময়ে পিএইচডি ডিগ্রি, মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই। আপনারা দেখুন, ক্ষমতায় থাকা মোল্লা ও তালেবান কারোরই পিএইচডি, এমএ, এমনকি হাইস্কুল ডিগ্রি পর্যন্ত নেই। কিন্তু তারাই সবার সেরা।’
উচ্চশিক্ষা নিয়ে একটি দেশের মন্ত্রীর এমন মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।
এদিকে, দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তানের ক্ষমতায় তালেবান। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী এবং মোল্লা আব্দুল গনি বারাদারকে উপপ্রধানমন্ত্রী করে অন্তর্বতীকালীন নতুন সরকারের ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। গত মাসে কাবুল দখলের প্রায় তিন সপ্তাহ পর সরকার গঠন করলো তারা।-আমাদের সময়.কম