Home রাজনীতি নির্বাচনের দফা রফা করে দেয়া হয়েছে–মেনন

নির্বাচনের দফা রফা করে দেয়া হয়েছে–মেনন

79

ময়মনসিংহ অফিস: ‘দুই দফাতেই চল্লিশজনের মত প্রাণহানি, সহিংসতা, ভোট কেন্দ্র দখল, প্রকাশ্যে ভোট প্রদানের হুমকি, প্রশাসনের চূড়ান্ত হস্তক্ষেপ ও টাকার খেলা যদি উৎসবমুখর পরিবেশের ভোটের চেহারা হয় তা’হলে নির্বাচন ব্যবস্থা কি পরিনতি নিয়েছে তা বোধগম্য। নির্বাচন কমিশন স্বীকার না করলেও তারা ইতিমধ্যেই নির্বাচনের দফা রফা করে দিয়েছেন। এখন দেখা যাচ্ছে নির্বাচন কমিশন প্রশাসনের কাঁধে দায় রাখতে চাচ্ছে। অথচ ভোটের সময় প্রশাসন নির্বাচন কমিশনের অধীন থাকে। কমিশনের হুকুম মানতে প্রশাসন বাধ্য। আর রিটানিং অফিসারদের আইনগত ক্ষমতাই আছে এসব নিয়ন্ত্রণ করার। নির্বাচনকে এই অবস্থায় নিয়ে আসায় জন্য নির্বাচন কমিশনই দায়ী। সামনের নির্বাচন কমিশনের যদি একই হাল হয় তা’হলে গণতন্ত্রের জন্য বড় বিপদ অপেক্ষা করছে।
আজ ১৩ নভেম্বর বিকেল ৪টায় শেরপুর নলিতাবাড়ী করোনা প্রতিরোধে গঠিত ‘কমরেড আবুল বাশার ব্রিগেডের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেনন এমপি একথা বলেন। মোবাইল ফোনে দেয়া তার ঐ বক্তব্যে করোনাকালে মানুষের পাশে দাড়ানোর জন্য কমরেড আবুল বাশার ব্রিগেডের স্বেচ্ছাসেবদের অভিনন্দর জানান। মেনন করোনা কিছুটা নিয়ন্ত্রকে এলেও ভয় যে আবার ফিরে আসবেনা তার নিশ্চয়তা নাই। আর সে কারণে শতভাগ টিকা আর মাস্ক পরিধানের বিকল্প নাই।