Home রাজনীতি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে গণতন্ত্র মঞ্চের উদ্বেগ

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে গণতন্ত্র মঞ্চের উদ্বেগ

45

স্টাফ রিপোটার: সভায় র‍্যাব হেফাজতে একজন নারীর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক চাপে বিগত বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিছুটা কমলেও সাম্প্রতিক সময়ে তা আবারও বেড়েছে। কয়েকদিনের ব্যবধানে সারাদেশে ৫ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অবৈধ ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই সরকার আবারও গুম, খুন, হত্যা, নির্যাতন, গ্রেফতার শুরু করেছে বলে মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

সোমবার (২৭ মার্চ) বিকেলে রাষ্ট্র সংস্কার আন্দোলন এর প্রধান কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা কমিটির বৈঠক নেতার এসব কথা বলেন।

সভায় আগামী ৩ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়া হয়।

রাষ্ট্র সংস্কার আন্দোলন এর প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মুহম্মদ রাশেদ খাঁন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির স্থায়ী কমিটির সদস্য মো: সিরাজ মিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ও মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, গণ অধিকার পরিষদ এর যুগ্ন আহবায়ক ফারুক হাসান, গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, এস এম এ কবীর হাসান, রাষ্ট্র সংস্কার আন্দোলন এর প্রচার ও মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন।ু