Home কুটনৈতিক ও প্রবাস দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী চোরাকারবারী গুলিবিদ্ধ

দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী চোরাকারবারী গুলিবিদ্ধ

41

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডে বিএসএফ’র গুলিতে মিনাজ (২৩) নামে এক বাংলাদেশী চোরাকারবারী গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাত ১.৩০টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডের কাচারীপাড়া সীমান্তে বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ চোরাকারবারী মিনাজ দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগś পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামের মুনতাজ আলীর ছেলে। বর্তমানে সে রাজশাহীতে অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, মাদক চোরাকারবারী মিনাজ ওইদিন গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কাচারীপাড়া সীমান্ত দিয়ে মাদক পাচার করছিল। এসময় ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে লÿ্য করে গুলি ছোড়ে। গুলিতে মাদক চোরাকারবারী মিনাজ পায়ে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ সীমানায় পালিয়ে প্রাণে বাঁচে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহীর অজ্ঞাত স্থানে প্রেরণ করা হয়।
ভারত ভূ-খন্ডে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হওয়ার খবরটি স্থানীয় বিজিবি অবগত হলেও তারা এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।