Home রাজনীতি দৌলতপুরে বিএনপি নেতারা নৌকা প্রতীকে ভোট দেওয়ায় বিএনপি সমর্থিত প্রার্থীদের পরাজয় ঘটেছে

দৌলতপুরে বিএনপি নেতারা নৌকা প্রতীকে ভোট দেওয়ায় বিএনপি সমর্থিত প্রার্থীদের পরাজয় ঘটেছে

46

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি নেতারা নৌকা প্রতীকে বা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ভোট দেওয়ায় বিএনপি সমর্থিত প্রার্থীদের পরাজয় বা ভরাডুবি ঘটেছে। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত পরাজিত প্রার্থী আবিদ হাসান মন্টি। আজ শনিবার দুপুর ১টায় রিফায়েতপুর বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাদারণ সম্পাদক আবিদ হাসান মন্টি লিখিত বক্তব্যের মাধ্যমে অভিযোগে উল্লেখ করেন, গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দৌলতপুরে ১৪ ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী দেওয়া হয়, যাহারা দৌলতপুর উপজেলা কমিটির বিভিন্ন পদে অধিষ্ঠিত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ভোটের দু’দিন আগে দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য এবং সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফাসহ দৌলতপুর বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের পদধারি নেতারা আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কা প্রতীকের পক্ষে ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের পক্ষে মাঠে নামে। যার ফলে উপজেলা ব্যাপি সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট হলেও বিএনপি সমর্থিত প্রার্থীদের ব্যাপক পরাজয় ঘটে এবং ১৩ ইউনিয়নে তাদের ৩ ও ৪ নম্বরে অবস্থান হয়। এমতাবস্থায় দৌলতপুর বিএনপি’র সাংগঠনিক অস্তিত্ব হুমকি মুখে পড়ে। দৌলতপুর বিএনপি’র সাংগঠনিক নৈতিকতার অবক্ষয়ের কারণে জনপ্রিয় নেতাদের ভরাডুবির বিষয়টি ও বার বার নৌকা মার্কায় ভোট দেওয়ার বিষয়টি উল্লেখ করে কুষ্টিয়া জেলা বিএনপি কমিটির নেতৃবৃন্দসহ বিএনপি’র মহাসচিবের সুদৃষ্টি করেন আবিদ হাসান মন্টি, যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিগত বিষয়গুলি সুষ্ঠ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হয় এমন জোর দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে দৌলতপুর বিএনপি’র সহ-সভাপতি ও সদর ইউনিয়নে বিএনপি সমর্থিত পরাজিত প্রার্থী আকবর হোসেনসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।