স্টাফ রিপোর্টারঃ “দেশপ্রেমিক হউন,দেশপ্রেমিক বানান”বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদৎবার্ষিকীতে এমন আহ্বান জানালেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম। আজ বুধবার (১৫ আগস্ট) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবসে প্রধান অতিথি হিসেবে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, “বঙ্গবন্ধু শয়নে-স্বপনে দেশ ও দেশের মানুষের কথা ভাবতেন। এমনকি বিদেশের মাটিতে হাসপাতালের বেডে শুয়েও বাঙালি ও বাংলাদেশের কথা ভেবে তা তুলে ধরার জন্য সাংবাদিকের হাতে কল তুলে দিয়েছেন। বাংলাদেশের স্বীকৃতি আদায় করেই তিনি পাকিস্তানে ওইআইসি সম্মেলনে যোগ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আহ্বান করব দেশপ্রেমিক হউন, দেশপ্রেমিক বানান। তাহলেই জাতীয় শোক দিবস পালন স্বার্থক হয়ে উঠবে।”

অনুষ্ঠানে তিনি আরো বলেন,“বাঙালির প্রতি বঙ্গবন্ধুর অগাধ বিশ্বাস ছিল। সেই বিশ্বাস ও ভালোবাসাই তার জীবনে কাল হয়েছে। ঘাতকের দল তাকে স্বপরিবারে হত্যা করেছে। তিনি থাকলে বাংলাদেশ আরো আগেই সিঙ্গাপুর, মালয়েশিয়া হতে পারতো। তার স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের সকলকে দেশপ্রেমিক হওয়ার এবং দেশপ্রেমিক বানানোর অঙ্গীকার করতে হবে। তাহলেই আগামীর বাংলাদেশ হবে আরো সমৃদ্ধ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম শামসুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক প্রতিনিধি মোহাম্মাদ নাসির উদ্দিন। প্রভাষক মাহবুব আলম বাচ্চুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শোক দিবস পালন কমিটির আহ্বায়ক বাংলা মাধ্যম দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক আলহাজ নাসির উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন ইংলিশ ভার্সন প্রভাতি শাখার শাখা প্রধান ইমেলদা হোসেন, শিক্ষক প্রতিনিধি ফায়সাল শামীম, প্রভাষক সৈয়দা ফাহিমা বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃতিতে প্রথম তিনজন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়।