Home জাতীয় ঢাবিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত

ঢাবিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত

59

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘Climate Change and Food Security in South Asia (CCFS)’ শীর্ষক ৩-দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ ২০মে শুক্রবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সমাপ্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ (সিএনআরএস) যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে।
অনুষ্ঠানে ‘সিসিএফএস’-এর আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান ড. মান্নাভা শিভাকুমার এবং সম্মেলন আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এএইচএম মুস্তাফিজুর রহমান বক্তব্য দেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জলবায়ু পরিবর্তন প্রশমনে যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। জলবায়ু পরিবর্তন বিষয়ে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে এই সম্মেলন থেকে নীতিনির্ধারকরা প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।