ডেস্ক রিপোর্ট: প্যালেস্টাইনের জনগণের মুক্তি সংগ্রামের প্রতি বাংলাদেশের জনগণের সংহতি প্রকাশের অংশ হিসেবে আজ ৩ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ শান্তি পরিষদের একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্যালেস্টাইন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশ্ব শান্তি পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে আজ ৩ ডিসেম্বর বিকাল তিনটায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি জননেতা মোজাফফর হোসেন পল্টু। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ শান্তি পরিষদের সম্পাদকমÐলীর সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী। সেমিনারে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ শান্তি পরিষদের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান খান। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে প্যালেস্টাইন থেকে আগত সেদেশের শান্তি আন্দলোনের নেতা ড. আকেল তাকাজ, বিশ্ব শান্তি পরিষদের নির্বাহী সম্পাদক কমরেড ইরাকলিস সাভদারিদিস, ঢাকায় নিযুক্ত প্যালেস্টাইন দূতাবাসের সামরিক সচিব কর্নেল মাহমুদ সারুয়ানি, লেবাননের জামিল সাফিয়েহ, রাহমান আজাদ, সাইপ্রাসের স্টেনোওসিস, ইতালীর মারচেলো জেনতিলা, শ্রীলঙ্কার বিমল রতœায়কে, কানাডার মিগুয়েল ফিগুরা, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেইন, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নেতা, ঐক্য ন্যাপের নেতা অ্যাড. এস এম এ সবুর প্রমুখ। এছাড়া বিভিন্ন দেশ থেকে আগত বিশ্ব শান্তি পরিষদের নেতৃবৃন্দ এবং দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ বিষয়ে আলোচনায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, প্যালেস্টাইনের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। জাতিসংঘভুক্ত অধিকাংশ দেশই এখন প্যালেস্টাইনের জাতীয় মুক্তি আন্দোলনের সমর্থক। তাই সাম্রাজ্যবাদ এবং জায়নবাদ কোনভাবেই প্যালেস্টাইনের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্যালেস্টাইনের জনগণ আমাদের পাশে ছিল। বাংলাদেশের জনগণও সবসময়ই প্যালেস্টাইনের জনগণের পাশে ছিলো, আছে এবং থাকবে।