Home কৃষি ঝিনাইগাতীতে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

ঝিনাইগাতীতে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

51

আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধি: ‘বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি মেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে। ২ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্ত্বরে ৩ দিনব্যাপী ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। পরে এ উপলক্ষে কৃষি অফিস চত্ত্বরে ইউএনও’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ হোসেন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও এমপি’র প্রতিনিধি শাহ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দসহ সাংবাদিকগণ, কৃষি অফিসের অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন কৃষক ও নার্সারির মালিক, বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছ এবং উৎপাদিত কৃষিপণ্য ও বালাই ব্যবস্থাপনা নিয়ে ১৪ টি স্টল স্থাপন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার জানান, মানুষকে বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করাই এ মেলার মূল উদ্দেশ্য।