Home জাতীয় জামালপুর নার্সিং ইনস্টিটিউটের ৩০ ছাত্রী কোভিডে আক্রান্ত

জামালপুর নার্সিং ইনস্টিটিউটের ৩০ ছাত্রী কোভিডে আক্রান্ত

43

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় জামালপুরে ৩৯ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান যুগবার্তাকে জানান, গত ২৪ ঘণ্টায় জামালপুরে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২১৭ জনের। এতে মোট ৩৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুরে নার্সিং ইনস্টিটিউটের ৩০ জন ছাত্রী রয়েছে।

“শেষ বর্ষের এসব ছাত্রীরা জেনারেল হাসপাতালে কাজ করা কালে আক্রান্ত হয়েছেন।”

তিনি আরও জানান, জেলায় করোনা ভাইরাস শনাক্তের শতকরা হার ১৭ দশমিক ৯৭। এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত ৫ হাজার ৩১১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ১৩৬ জন। সুস্থতার শতকরা হার ৯৬ দশমিক ৭৬।

জানা যায়, জামালপুর নার্সিং ইনস্টিটিউটে সর্বমোট ২৫৩ জন ছাত্রী রয়েছে।