Home সাহিত্য ও বিনোদন জামালপুরে নাট্যউৎসবের উদ্বোধন করেন ওপার বাংলার প্রখ্যাত সাহিত্যিক দেবব্রত সিংহ

জামালপুরে নাট্যউৎসবের উদ্বোধন করেন ওপার বাংলার প্রখ্যাত সাহিত্যিক দেবব্রত সিংহ

48

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ “হাতের মুঠোয় হাজার বছর,আমরা চলেছি সামনে”এই শ্লোগানকে সামনে রেখে থিয়েটার অঙ্গনের জামালপুরে চার দিনব্যাপি নাট্যউৎসব শুরু হয়।

১৪ মে(শনিবার) সন্ধ্যায় জামালপুর নতুন শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই নাট্যউৎসবের উদ্বোধন করেন ওপার বাংলার প্রখ্যাত সাহিত্যিক দেবব্রত সিংহ।

উৎসবের উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন,জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেসুর রহমান,সরকারী আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ, বিশিষ্ট নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান ছানা, জেলা কালচারাল অফিসার আব্দুল আল মামুন,থিয়েটার অঙ্গনের অধিকারী শাহীন রহমান।

আলোচনা সভা শেষে প্রখ্যাত সাহিত্যিক দেবব্রত সিংহ চার দিন ব্যাপি নাট্যউৎসবের শুভ উদ্বোধন ঘোষনা করেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফহিম মালিক ইভান।

নাট্যউৎসবের উদ্বোধনী দিনে দেবব্রত সিংহের তেজ নাটকটি মঞ্চস্থ হয়। আগামী ১৭ মে পর্যন্ত নাট্যউৎসব চলবে।