Home শিক্ষা ও ক্যাম্পাস জাবিতে সশরীরে শিক্ষা কার্যক্রম স্থগিত, খোলা থাকবে আবাসিক হল

জাবিতে সশরীরে শিক্ষা কার্যক্রম স্থগিত, খোলা থাকবে আবাসিক হল

85

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কতৃপক্ষ। তবে এ সময়ে চালু থাকবে আবাসিক হল সমূহ।

শুক্রবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ রাশেদা আকতার বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে আজ জরুরি প্রশাসনিক সভায় সশরীরে শিক্ষা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত হলেও স্বাস্থ্যবিধি মেনে হল খোলা থাকবে।’

সমাজবিজ্ঞান অনুষদের ডিন আকবর হোসেন বলেন, ‘লাইব্রেরি সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শুধু বই লেনদেনের জন্য খোলা থাকবে। পাশাপাশি পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়সহ জরুরি সেবা দপ্তরসমূহের কার্যক্রম চলমান থাকবে।’

টিএসসি ও ক্যাফেটেরিয়া সকালের খাবারের জন্য সকাল ৮-১০টা ও দুপুরের খাবারের জন্য দুপুর ১২-২ টা পর্যন্ত খোলার রাখার সিদ্ধান্ত হয়েছে বলেও জানা যায়। আগামী ৬ তারিখের পর পরিস্থিতি স্বাভাবিক না হলে আপদকালীন অধ্যাদেশ অনুসরণে পরীক্ষা সমাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ৬ জানুয়ারি এক অফিস আদেশের মাধ্যমে সশরীরে ক্লাশ বন্ধ রেখেছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।