Home খেলা জাবিতে আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সরকার ও রাজনীতি বিভাগ

জাবিতে আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সরকার ও রাজনীতি বিভাগ

51

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে সরকার ও রাজনীতি বিভাগ।
প্রতিপক্ষ মার্কেটিং বিভাগকে ৬০ রানে পরাজিত করেছে তারা।

সোমবার (৪ জুলাই) বেলা ১২ টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে সরকার ও রাজনীতি বিভাগকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় মার্কেটিং বিভাগ।
ব্যাটিংয়ের শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হয় সরকার ও রাজনীতি বিভাগের দুই ওপেনার মুন্না ও তানভীর।শেষদিকে জয়ের ছোট্ট ক্যামিওতে ভর করে নির্ধারিত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৩ রানের বিশাল সংগ্রহ পায় তারা। ২৫বলে ৫২ রানে অপরাজিত ছিলেন ওপেনার তানভীর। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা জয় ১৪ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু
থেকেই খোলসবন্দি ছিলেন মার্কেটিং বিভাগের ব্যাটসম্যানরা। টপঅর্ডারের ব্যর্থতায় ওভারপ্রতি রানের চাপ বাড়তে থাকে।

একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৫৩ রান তুলতে সমর্থ হয়
দলটি। ফলে ৬০ রানের বিশাল জয় পায় সরকার ও
রাজনীতি বিভাগ।ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে মনোনীত হয় সরকার ও রাজনীতি বিভাগের তানভীর। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের তালহা।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক খেলা
শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।

এ সময় প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীন, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান

অধ্যাপক ড. নাসরিন সুলতানা এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।