Home জাতীয় জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

42

ডেস্ক রিপোর্টঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগস্ট সোমবার জাতীয় শোক দিবস-এ সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ। আমাই-এর উপ-পরিচালক ( প্রচার, তথ্য ও জনসংযোগ) মোঃ মিজানুর রহমান এক বার্তায় গণমাধ্যমকে জানিয়েছেন।

বার্তায় আরও জানান, সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন আমাই-এর মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সকাল ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর আন্তর্জাতিক সম্মেলন কক্ষে (৪র্থ তলা) মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ-এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন, আদর্শ, দেশপ্রেম ও স্বাধীনতা সংগ্রাম নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর সকল কার্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ তাঁর আলোচনায় বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

আলোচনা শেষে জাতির পিতা ও ১৫ আগস্ট-এর সকল শহিদের রুহের মহাগফেরাত কামনা করে দোয়া করা হয়।