Home ধর্ম চলতি বছরও বাংলাসহ ১০ ভাষায় হজের খুতবা

চলতি বছরও বাংলাসহ ১০ ভাষায় হজের খুতবা

52

ডেস্ক রিপোর্ট: হাজিদের উদ্দেশে পাঠ করা খুতবা মুসলিম উম্মাহর কাছে বোধগম্য করতে চলতি বছর তৃতীয়বারের মতো বাংলাসহ ১০টি ভাষায় অনুবাদ ও সম্প্রচার করা হবে। কোন ১০টি ভাষায় খুতবা সম্প্রচারিত হবে তা হজের আনুষ্ঠানিকতা শুরুর কয়েক সপ্তাহ আগে নির্দিষ্ট করে দেয়া হয়। চলতি বছর বাংলাসহ ইংরেজি, বাহাসা, মেলায়ইউ, উর্দু, ফার্সি, ফ্রেন্স, চায়নিজ, তুর্কি, রাশিয়ান ও হাউসা ভাষায় হজের খুতবা সম্প্রচার হবে। দ্য নিউ আরব

সরাসরি (লাইভ) সম্প্রচারের সময় হজের খুতবা ১০ কোটির বেশি শ্রোতা নিজেদের ভাষায় শুনতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। ২০২০ সাল থেকে এ বিশেষ ব্যবস্থা নিচ্ছে সৌদি আরব সরকার। মসজিদে হারাম ও মসজিদে নববী পরিচালনা পরিষদ এবং মসজিদ দুটির খাদেম নিয়ন্ত্রিত হারামাইন শরিফাইন ও আরাফার খুতবার তাৎক্ষণিক অনুবাদ প্রকল্প কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

আরাফাতের দিন, সংস্কৃতি ও ভাষার ভিন্নতাকে উপেক্ষা করে হাজিরা আল্লাহর নৈকট্য লাভের জন্য একত্রিত হন এবং গভীর মনোযোগ ও আবেগ নিয়ে খুতবা শুনেন।-আমাদের সময়.কম