Home সারাদেশ গৌরীপুর ইউনিয়নের যুবলীগ নেতা রাসেল এক গৃহবধূকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা।

গৌরীপুর ইউনিয়নের যুবলীগ নেতা রাসেল এক গৃহবধূকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা।

360

জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের যুবলীগ নেতা হেদায়েতুল্লাহ রাসেল এর বিরুদ্ধে এই ইউনিয়নের বনগাঁও খা পাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী নাদিয়া বেগম সীমা (২৬) কে অভিযোগ শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে। ৭ সেপ্টেম্বর বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটলেও স্থানীয় প্রভাবশালী ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তা ও স্বাভাবিক জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়া ওই পরিবারটি আইনি সহযোগিতা নিতে পারছে না। সীমা জানান, আমার স্বামী দীর্ঘদিন যাবত ঢাকায় চাকরী করে। এই সুযোগে ওইদিন গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টুর পুত্র হেদায়েতুল্লাহ রাসেল (৩০) আমার থাকার ঘরে ঢুকে জোরপূর্বক তাকে বারবার ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। আমার ডাক চিৎকারে আশ পাশের লোকজন এসে রাসেলের হাত থেকে আমাকে উদ্ধার করে এসময় এলাকাবাসী রাসেলকে আটক করলে বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান উভয়ের মধ্যে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে মিমাংশা করা হবে বলে রাসেলকে ছাড়িয়ে নিয়ে যায়। বিষয়টি আমার স্বামী তারা মিয়া জানতে পেরে পরদিন ঢাকা থেকে বাড়ী চলে আসে এবং বিচারের জন্য রাসেলের পিতা সাবেক চেয়ারম্যান মন্টুর কাছে গেলে মন্টু উল্টো আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে শেরপুরের গ্রাম বাংলা নামে একটি অনলাইন পোর্টালে একটি সংবাদ প্রকাশ করে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রাসেল ইতিপূর্বেও এ ধরনের কার্যকলাপ এলাকায় ঘটিয়েছে। রাসেলের পিতা মন্টু তারা মিয়াকে থানায় অভিযোগ দিতে বারন করছে। অভিযোগ দিলে আমাদেরকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে আসছে, সাংবাদিক কে জানান ভুক্তভোগী নাদিয়ার স্বামী তারা মিয়া।