Home জাতীয় গরীবের বন্ধু ‘এক টাকার মাস্টার’; ছড়িয়ে যাচ্ছেন শিক্ষার আলো

গরীবের বন্ধু ‘এক টাকার মাস্টার’; ছড়িয়ে যাচ্ছেন শিক্ষার আলো

35

ডেস্ক রিপোর্ট: গ্রামে গ্রামে ঘুরে দরিদ্র-অসহায় পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন গাইবান্ধার লুৎফর রহমান। ৭১ বছর বয়সী লুৎফর রহমান কখনও পায়ে হেঁটে আবার কখনও সাইকেলে করে গ্রাম থেকে গ্রামে ছুটে বেড়াচ্ছেন শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার নিরন্তর সংগ্রামে। আর পড়ানোর বিনিময়ে প্রত্যেকের কাছ থেকে দিনে এক টাকা করে নেন তিনি। স্থানীয়দের কাছে লুৎফর রহমান পরিচিতি পেয়েছেন এক টাকার মাস্টার হিসেবেই।

গাইবান্ধা সদরের বাগুড়িয়া গ্রামের লুৎফর রহমান এসএসসি পাশ। তারপর অর্থাভাবে থেমে যায় পড়াশোনা। ভাবনার শুরুটা সেখান থেকেই। এরপর মহৎ উদ্যোগ। নিজেই হয়েছেন দরিদ্র পরিবারের সন্তানদের জন্য আলোর কাণ্ডারি। বাড়ি-বাড়ি গিয়ে পড়াচ্ছেন তিনি।

১৯৮৪ সাল থেকেই এভাবে পড়াচ্ছেন লুৎফুর রহমান। দিন দিন বাড়ছে জীবন-যাপনের ব্যয়। অভাব-অনটন থাকলেও বেতন বাড়াননি তিনি। বেতন নিচ্ছেন এক টাকাই। আর এই এক টাকার মাস্টারকে পেয়ে খুশি শিক্ষার্থীরা। খুশি দরিদ্র এলাকাবাসীও।

বাকি জীবনটাও এভাবে আলো ছড়িয়ে যেতে চান লুৎফর রহমান।-আমাদের সময়.কম