Home খেলা খুলনায় খেলাধুলায় পারদর্শী করার জন্য একযোগে কাজ করতে হবে–জেলা প্রশাসক

খুলনায় খেলাধুলায় পারদর্শী করার জন্য একযোগে কাজ করতে হবে–জেলা প্রশাসক

75

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের নাম বিশ্বের দরবারে খেলাধুলায় প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে কাজ করে গেছেন তদ্রুপভাবে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলায় বাংলাদেশের নাম বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন। খুলনা ছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় বাসস্থান। খুলনা আবু নাসের স্টেডিয়াম, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, কৃষি বিশ্ববিদ্যালয়, ৫০০ শয্যা হাসপাতালসহ অনেক উন্নয়নমুলক কাজ করেছেন। খুলনার বালক বালিকাদের খেলাধুলায় পারদর্শী করার জন্য সবার একযোগে কাজ করতে হবে। তিনি গতকাল শুক্রবার বেলা ৩ টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুলবল টুর্নামেন্ট, বালক ও বালিকা (অনুর্ধ- ১৭) এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। খেলায় ফুলতলা উপজেলা বালক দল ৪-২ গোলে দাকোপ উপজেলা বালক দলকে পরাজিত করে তৃতীয় বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপর খেলায় ডুমুরিয়া উপজেলা বালিকা দল ৪-০ গোলে দিঘলিয়া উপজেলা বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ মারুফুল আলম, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান, ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ, ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম রশিদী দোজা। উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাসসহ ফুলতলা উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।