Home জাতীয় কোন মেশিনকে শতভাগ বিশ্বাস করা যাবে না

কোন মেশিনকে শতভাগ বিশ্বাস করা যাবে না

54

ডেস্ক রিপোর্ট: ব্রাক ইউনিভার্সিটির অধ্যাপক এম কায়কোবাদ বলেন, কোন মেশিনকে শতভাগ বিশ্বাস করা যাবে না। তবে এই ইভিএমে যেটা করা হয়েছে এর প্রত্যেকটা অংশ এমনভাবে কাস্টমাইজড করা হয়েছে যা একজন ইচ্ছে করলেই সেটাকে পরিবর্তন করতে পারবেন না। বুধবার ইসির সঙ্গে ইভিএম বিশেষজ্ঞদের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশের ছেলেমেয়েরা যথেষ্ট দক্ষ এবং তাদেরকে আমরা বিশ্বাস করতে পারি । এই প্রকল্পের সাথে যারা জড়িত ছিলেন তাদের যে পরিমাণ কনফিডেন্স, তাদের যে প্রাউড কমিন্টমেন্ট সেটা আমি নিশ্চিত হয়েছি। এটা খুবই একটা ভালো মেশিন তৈরি করা হয়েছে। আমি আশা করি এটা ডিসপ্লে করা হবে এবং যে কেউ টেস্ট করতে পারবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানোর বিধান নির্বাচন কমিশনে রয়েছে এবং আশা করি ওনারা সেটা করবেন।-আমাদের সময়.কম