Home জাতীয় কারখানা খুলে দেয়ার দাবীতে হাইকোর্টের সামনে প্রতীকী অনশন

কারখানা খুলে দেয়ার দাবীতে হাইকোর্টের সামনে প্রতীকী অনশন

65

ডেস্ক রিপোর্ট: ঢাকা ইপিজেড-এ অবস্থিত ইতালি মালিকানাধীন এ ওয়ান বিডি লিঃ খুলে দেয়া এবং ২১ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবীতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেমনের উদ্যেগে আজ মঙ্গলবার সকাল ১১ টায় হাইকোর্টের সামনে প্রতীকী অনশন করেছে ভূক্তভোগী শ্রমিকরা।
শ্রমিকরা বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীসহ শ্রম প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি নিন্মলিখিত পদক্ষেপসমুহ গ্রহণ করার জন্য হাইকোর্টের দৃষ্টিতে এনে সমাধানের দাবী জানায় ।
আমিরুল হক্ আমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেডারেশনের সহসভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক আরিফা আক্তার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক
ফরিদুল ইসলাম, কোষাধ্যক্ষ নাসিমা আক্তার এ ওয়ান বিডি লিঃ-এর শ্রমিক মোঃ আশরাফ আলী, সালমা আক্তার, মুক্তা
আক্তার এবং মোঃ খোরশেদ হোসেন সহ প্রমূখ।সংহতি বক্তব্য রাখেন ইন্ডাষ্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)-এর সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজু,একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসান।