আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুলে মসজিদে এক বিস্ফোরণে ঈমামসহ ১০ জন নিহত হয়েছে।বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যার নামাজের সময় রাজধানী কাবুলের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা খবর নিশ্চিত করেছে।

তালিবানের কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, শহরের উত্তর পশ্চিমে এক বিস্ফোরণ ঘটেছে। রিপোর্টে বলা হয়েছে, সিদ্দিকি মসজিদের ঈমামও বিস্ফোরণে নিহত হয়েছেন।

একটি ইটালিয়ান এনজিও জানায়, তারা এখন পর্যন্ত তিন জন নিহতের খবর পেয়েছে। এনজিওটি টুইটারে বলেছে, বিস্ফোরণে তারা এখন পর্যন্ত আহত ২৭ জনকে পেয়েছে। এর মধ্যে ৫ জন শিশুও রয়েছে।

তালিবানের এক গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে বলেন, হামলায় ৩৫ জনের বেশি নিহত বা আহত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীরা শক্তিশালী বিস্ফোরণের ঘটনা বর্ণনা করেছেন। বিস্ফোরণে আশেপাশের ভবনের জানালাও ভেংগে গেছে বলে জানান তারা।
এ হামলার জন্য এখনও কেউ দায় স্বীকার করেনি।