Home রাজনীতি এনার্জি রেগুলেটরি কমিশন অধ্যাদেশ সংশোধনের সিদ্ধান্তে সিপিবি’র উদ্বেগ

এনার্জি রেগুলেটরি কমিশন অধ্যাদেশ সংশোধনের সিদ্ধান্তে সিপিবি’র উদ্বেগ

31

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এনার্জি রেগুলেটরি কমিশন অধ্যাদেশ ২০২২ সংশোধন এর নীতিগত সিদ্ধান্ত মন্ত্রী পরিষদ বিভাগে অনুমোদিত হওয়ার সংবাদে উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তারা বলেন, দেখা গেছে সব সময় সরকারগুলো জনস্বার্থ বিরোধী যতো সিদ্ধান্ত নেয় তার বড় অংশ ঘটে থাকে জ্বালানি সংক্রান্ত। জ্বালানি খাতে সরকারের গনবিরোধী কার্যকলাপ কিছুটা হলেও লাগাম টেনে ধরতে এনার্জি রেগুলেটরি কমিশন ভূমিকা রাখতো। দাম বাড়ানোর আগে গণশুনানির আয়োজনে ভোক্তারা তাদের মতামত জানাতে পারতো। এটা রহিত করার মাধ্যমে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার একচ্ছত্র ক্ষমতা সরকারকে স্বেচ্ছাচারী করে তুলবে।

এতদিন গণশুনানির কারণে সরকার তড়িঘড়ি করে জ্বালানির দাম বৃদ্ধি করতে পারতো না- কিছু পদ্ধতি অবলম্বন করে দাম বাড়াতে হতো। কিন্তু এই সংশোধনী সেই ধীরগতির বাধা অপসারন করে দিল।
সরকার এতে আরো বেপরোয়া হয়ে উঠবে। সরকার এর আগে জ্বালানি দানবদের ইনডেমনিটি দেয়ার পর আবার নতুন করে নেয়া সিদ্ধান্ত খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আইনটি সংশোধন এর চেষ্টা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।