Home জাতীয় একাত্তর হলের ছাত্র নির্যাতনের ঘটনায় ছাত্র ফ্রন্টের প্রতিবাদ

একাত্তর হলের ছাত্র নির্যাতনের ঘটনায় ছাত্র ফ্রন্টের প্রতিবাদ

74

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজীব কান্তি রায় ও সাধারন সম্পাদক সুহাইল আহমেদ শুভ আজ এক যৌথ বিবৃতিতে বিজয় একাত্তর হলের গেস্টরুমে প্রথম বর্ষের শিক্ষার্থী নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, গত ২৬ জানুয়ারি রাত ১০ টায় বিজয় একাত্তর হল টিভি রুমে অসুস্থ প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের ৬ কর্মীর বিরুদ্ধে। এতে ওই শিক্ষার্থীর অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়। এরকম নির্যাতনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক।ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন কর্তৃক আবাসিক হলগুলোতে গেস্টরুমে ম্যানার শেখানোর নাম করে ছাত্র নির্যাতন এর ঘটনা প্রায়শই ঘটছে। অথচ বিচার হচ্ছে না কোনো ঘটনার।”

নেতৃবৃন্দ এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে আহ্বান জানান এবং গেস্টরুমে শিক্ষার্থী নির্যাতন বন্ধসহ অবিলম্বে সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত হল-ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানান।