Home জাতীয় উবার বাংলাদেশ” কোম্পানি কর্তৃক চালকদের আইডি বন্ধ করে কর্মহীন করার নিন্দা

উবার বাংলাদেশ” কোম্পানি কর্তৃক চালকদের আইডি বন্ধ করে কর্মহীন করার নিন্দা

25

ডেস্ক রিপোর্ট: “উবার বাংলাদেশ” কোম্পানি কর্তৃক অযৌক্তি ও বেআইনিভাবে পেশাজীবী চালকদের আইডি বন্ধ করে কর্মহীন করা ও অসুস্থ ব্যাবসায়িক প্রতিযোগীতার কারনে প্রতি কিলোমিটারে সাড়েতিন টাকা ভাড়া কমিয়ে দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকা রাইড-শেয়ারিং ড্রাইভারস্ ইউনিয়ন এর সভাপতি বেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক এম এইচ টুটুল আজ ২৫ এক যুক্ত বিবৃতিতে বলেন,খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে- বাংলাদেশের প্রচলিত আইনকে কোনরূপ তোয়াক্কা না করে গত কিছুদিন ধরে বাংলাদেশের রাইডসেবা পরিচালনাকারী কোম্পানি “উবার বাংলাদেশ” রাইড প্রদানকারী চালকদের অযৌক্তি ও বেআইনিভাবে আইডি বন্ধ করে দিয়ে কর্মহীন করে দিচ্ছে, একই সাথে চালক শ্রেণীর কোন রূপ মতামত গ্রহণ না করেই ব্যাবসায়িক প্রতিযোগীতার কারনে হঠাৎ করে প্রতি কিলোমিটারে সাড়েতিন টাকা বিল কমিয়ে ২২(বাইশ) টাকার স্থলে সাড়ে ১৮ (আঠারো) টাকা করে দেয়। যখন গাড়ির খুচরা যন্ত্রাংশ,জ্বালানি ও সকল ভোগ্য পণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ সল্প আয়ের চালকগণ দিশেহারা তখন এই ধরনের পদক্ষেপ তাদের জীবনকে আরো দুর্বিষহ করে তুলছে। ফলে একদিকে যেমন কর্মহীন সাধারণ চালকগণ হতাশায় ভুগতেছে, অন্যদিকে ভাড়া কমানোর ফলে গাড়ি মেনটেনেন্স তো দূরের কথা ১২(বার) থেকে ১৪(চোদ্দ) ঘণ্টা রাইড দিয়েও পরিবার পরিজনের ভরনপোষণ সম্ভব হচ্ছে না । নেতৃবৃন্দ আরও বলেন, নিয়ন্ত্রণহীন এসকল কোম্পানির (চালক বৈরী) পলিসির ফলে চালকরা তাদের অ্যাপ ব্যবহার করা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। যার ফলাফল মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে প্রতীয়মান। আর এতে করে চুক্তিভিত্তিক রাইড দেয়ার প্রবণতা বাড়ছে, যাত্রী এবং চালক উভয়ের নিরাপত্তা আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে, শুধু তাই নয়,অ্যাপ থেকে চালকগণ তাদের গাড়ি সরিয়ে নেওয়ায় যাত্রীগণ তাদের সঠিক সেবাটি সঠিক সময়ে পাচ্ছেন না। এমতাবস্থায় আগামী এক সপ্তাহের মধ্যে কোম্পানিটি যদি কর্মহীন করে দেওয়া চালকদের বন্ধ আইডি গুলো খুলে না দেয় এবং ভাড়া পুনঃনির্ধারণ না করে, তবে উক্ত কোম্পানীর অ্যাপ পরিহারের ঘোষণা সহ সকল রাইড সেবাদানকারী চালকসমাজ বৃহত্তর কর্মসূচি হাতে নিতে বাধ্য হবে।