Home সারাদেশ উজিরপুরে তুচ্ছ ঘটনায় হামলার শিকার এসএসসি পরীক্ষার্থী

উজিরপুরে তুচ্ছ ঘটনায় হামলার শিকার এসএসসি পরীক্ষার্থী

29

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আহত শিক্ষার্থী উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন। আহত সুত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের রামেরকাঠী গ্রামের সুখলাল সিকদারের ছেলে এসএসসি পরীক্ষার্থী ধ্রুবরাজ সিকদার (১৭) কয়েকজন বন্ধুদের নিয়ে ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে রামেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ঘুরতে গেলে সেখানে ওটরা গ্রামের আবু আলিফের সাথে দেখা হলে তাকে তুই বলায় ক্ষিপ্ত হয়ে আবু আলিফ ও মানিককাঠী গ্রামের মানিক হাওলাদার, রামেরকাঠী গ্রামের হৃদয় ফরাজী, ওটা গ্রামের হাফিজুল ইসলাম মিলে ধুব্ররাজের উপর অতর্কিত হামলা চালায় এসময় ডাকচিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আহত শিক্ষার্থী ধুব্ররাজ জানান সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে আমাকে হত্যার উদ্দেশ্যে ওই সন্ত্রাসীরা হামলা চালায়। অভিযুক্তদের পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে হামলাকারীদের বিরুদ্ধে বিচারের দাবিতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহত শিক্ষার্থীর পরিবার।