Home জাতীয় উজিরপুরে তথ্যআপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

উজিরপুরে তথ্যআপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

54

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে তথ্যআপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারী বেলা ১১টায় উজিরপুর পৌরসভার সিকদার পাড়া এলাকায় এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাহানা আখতার শেলির সভাপতিত্বে বক্তৃতা করেন তথ্যআপা প্রকল্পের সদস্য উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর অসীম কুমার ঘরামী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও আওয়ামীলীগ নেত্রী রানী বেগম, মহিলা আওয়ামীলীগ নেত্রী বিউটি খানম, উপজেলা তথ্যআপা প্রকল্পের সিনিয়র কর্মকর্তা জিনিয়া আক্তার, জুনিয়র কর্মকর্তা লতা পান্ডে, সোনেকা রানী প্রমূখ। এ সময় বক্তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন, শীর্ষক প্রকল্পটি গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের দৈনন্দির সমস্যা সমাধানে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদান, চাকুরীর আবেদনপত্র পূরণ, ভর্তি পরীক্ষার ফরম পূরণ, বিভিন্ন পরীক্ষার ফলাফল, ই-মেইল, ম্যাসেঞ্জার, স্কাইপি, কৃষি, শিক্ষা, ব্যবসা, আইনি সহায়তা, মহিলাদের ডায়াবেটিস, রক্তচাপ, তাপমাত্রা পরীক্ষা, ওজনমাপা, গ্রামীণ নারীদের উৎপাদিন ও সংগৃহিত পণ্য বিক্রয়ের জন্য যাবতীয় সুযোগ সুবিধা তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রদান করা হয়।