Home সাহিত্য ও বিনোদন আর যদি একটা গুলি চলে।

আর যদি একটা গুলি চলে।

89

উম্মে হাবিবা জোহা:

মনে হলেই আতংকে ভরে যায় বুকটা,
এই বুঝি পাক সেনা কেড়ে নিলো সুখটা।

২৫শের রাতে বাঙালির বুকে- হৃদয়ে জাগে রক্তিমতা।
এনেছিল দামাল ছেলেরা- রক্তে ভেজা স্বাধীনতা।

দেশ মোর, মাটি মোর – মোরা এর দাবীদার।
থাকলে সাহস বীর বাঙালির- সামনে আসিস আরেকবার।
কারন!
আর যেন একটা গুলিও না চলে।