Home মতামত আত্মনির্ভরতার প্রতীক পদ্মা সেতু।

আত্মনির্ভরতার প্রতীক পদ্মা সেতু।

48

শান্তনু দেঃ কেউ নর্মদার উপর বানায় সুবিশাল মূর্তি!
আর কেউ, পদ্মার উপর সুবিশাল সেতু!
সর্দার প্যাটেলের মূর্তির জন্য খরচ হয়েছে ২৯৯০ কোটি টাকা! এই টাকায় হতে পারত ছ’টা মঙ্গল-অভিযান! অথবা দু’টি নতুন আইআইটি ক্যাম্পাস! কিংবা দু’টি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের (এইমস) ক্যাম্পাস।
আর পদ্মা সেতু— দৈর্ঘ্যে ৬ কিলোমিটারের একটু বেশি। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের বিচ্ছিন্ন দক্ষিণ-পশ্চিমের ২১টি জেলায় দেখা দিতে পারে শিল্প বিপ্লব। যেমন যমুনার উপরে ‘বঙ্গবন্ধু সেতু’ দেশের বিকাশের হারে ২ শতাংশ বৃদ্ধি ঘটিয়েছিল। পদ্মা সেতু অর্থনীতিতে তার থেকেও বেশি অবদান রাখবে। বরিশাল, খুলনার যোগাযোগের ক্ষেত্রে আনবে বিপ্লব। এখন ঢাকা থেকে বরিশাল বা খুলনায় পণ্যবাহী ট্রাকের যেতে লেগে যায় দু’তিনদিন। পদ্মা সেতু দিয়ে যাওয়া যাবে একদিনেই। কলকাতা থেকে ঢাকা যেতে অতিক্রম করতে হয় চারশ কিলোমিটার পথ। পদ্মা সেতু দিয়ে গেলে কমে যাবে দেড়শো কিলোমিটার।
‘আত্মনির্ভরতা’ নিছক স্লোগান নয়।
আত্মনির্ভরতার প্রতীক পদ্মা সেতু।
অভিনন্দন বাংলাদেশ!
-লেখক: সাংবাদিক ও কলামিস্ট, কলকাতা।