Home জাতীয় আজ পহেলা ফাল্গুন; বসন্ত উৎসবের নানা আয়োজন

আজ পহেলা ফাল্গুন; বসন্ত উৎসবের নানা আয়োজন

33

ডেস্ক রিপোর্ট: আজ বাংলা পহেরা ফাল্গুন। প্রকৃতিতে লেগেছে রঙ ও প্রাণের ছোঁয়া। হাজারো বাহারি ফুলে ভরে উঠেছে প্রকৃতি। আজ নানা আয়োজনে পালিত হবে বসন্ত উৎসব।তরুন তুর্কি থেকে সব বয়সীদের বিরাজ করছে বসন্তের আমেজ।মাথায় নানা রঙের ফুল গুজে হলুদ লাল পোষাকে মেতে উঠেছে বাঙালী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় বসন্ত উৎসবে যোগ দিয়ে সবাই করলেন ঋতুবন্দনা।বাড়তি যোগ হবে বই মেলা। থাকবেনা তিল ধারনের ঠাঁই।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ ‘‘বসন্ত উৎসব ’’ আয়োজন করা হয়েছে। বরেণ্য শিল্পীদের অংশ গ্রহণে সংগীত, কবিকন্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য, বসন্তের পোষাক প্রদর্শনী ও কোরিওগ্রাফির নান্দনিক আয়োজন থাকছে বাংলাদেশ শিল্পকলার একাডেমির নন্দনমেঞ্চে। নব ফাল্গুনের এই বর্ণিল উৎসবে বিশেষ আয়োজন হিসেবে সকল নারী দর্শকদের মাথায় ফুলের রিং ও পুরুষদের হাতে ফুলের মালা রাখার আহ্বান জানানো হচ্ছে। উপস্থিত দর্শকদের মধ্যে সাজসজ্জায় শ্রেষ্ঠ ১০ জনকে পুরষ্কৃত করা হবে।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানাভাবে উদযাপনের আয়োজন কারা হয়েছে।