Home বাণিজ্য ও অর্থনীতি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শ্রীমঙ্গলে ব্যবসায়ী সমিতির প্রতিবাদ সভা

আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শ্রীমঙ্গলে ব্যবসায়ী সমিতির প্রতিবাদ সভা

48

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি: শহরের আট ব্যবসা প্রতিষ্ঠানে চুরিসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ সভা করেছে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি।বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের চৌমুহনা চত্বরে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমিতির কার্যকরী সদস্য মোঃ আমজাদ হোসেন বাচ্চুর সঞ্চালনায় ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী এ এস এম ইয়াহিয়া খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তব্য দেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি আব্দুল কাদির, সহসভাপতি দেবাশীষ ধর পার্থ ও সহসভাপতি মোঃ শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জুয়েল, কোষধ্যক্ষ আব্দুল বাছিত, প্রচার সম্পাদক মো.ফারুক মিয়া, দপ্তর সম্পাদক সুজিত শর্মা, কার্যকরী পরিষদের সদস্য অজয় দাশ,পরিমল পাল, শামসুল ইসলাম শামীম, অজয় সিং, মামণি বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মো. শাহ আলম, মানবাধিকার কর্মী মো. মানিক মিয়া, ব্যবসায়ী শেখ সারোয়ার জাহান জুয়েল, ব্যবসায়ী মাওলানা সৈয়দ মোজাদ্দিদ আলী ও রহিম নোমানী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন স্থানে আট ব্যবসা প্রতিষ্ঠান চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।