Home সাহিত্য ও বিনোদন অবসরে ‘টেন বুকস্ লাইব্রেরি’

অবসরে ‘টেন বুকস্ লাইব্রেরি’

34

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ ‘অবসরে পড়ি বই, জ্ঞানের আলোয় আলোকিত হই’ স্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে ‘টেন বুকস্ লাইব্রেরির’ সপ্তম শাখার উদ্বোধন হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তিতাস মোড়ে চরপাড়া গ্রামের মোহাম্মদ ময়নাল ইসলাম শেখের দোকানে লাইব্রেরিটি উদ্বোধন করা হয়। এ সময় রঙিন ফিতা কেটে লাইব্রেরিটি উদ্বোধন করেন এলাকার নতুন প্রজন্ম।

টেন বুকস্ লাইব্রেরির উদ্যোক্তা হাসান নাহিদ যুগবার্তাকে জানান, ১৫ অক্টোবর উপজেলার তারাকান্দি রেলওয়ে স্টেশনে ফিতা কেটে উদ্বোধনের মাধ্যমে এ উপজেলায় যাত্রা শুরু করে বাংলাদেশের প্রথম টেন বুকস্ লাইব্রেরি। এ দেড় মাসে আরও ছয়টি শাখার উদ্বোধন হয় উপজেলার বিভিন্ন স্থানে।

তিনি আরও জানান, বইয়ের আলো সবার মধ্যে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী একটা পাঠাগারের উদ্যোগ নেয়া হয় এবং নাম দেওয়া হয় ‘টেন বুকস্ লাইব্রেরি’। এই পাঠাগারটিতে ১০টি করে বই থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন রিফাত হাসান, রাসেল রহমান, নজরুল ইসলাম, লিখন হাসান, সেলিম, ফরিদ প্রমুখ।

ছবির ক্যাপশনঃ লাইব্রেরি উদ্বোধনের সময় এলাকার তরুণ প্রজন্ম।