ডেস্ক রিপোর্ট: ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ওপর ভেঙে পড়ে একটি ড্রোন। এই ঘটনায় অন্তত দুই জন আহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশের জাবলপুরে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানে আদিবাসী নৃত্যে অংশগ্রহণকারীদের ওপর ড্রোনটি আছড়ে পড়ে। এতে ইন্দু কুঞ্জম (৩৮) এবং গঙ্গোত্রী কুঞ্জম (১৮) মাথায় আঘাত পান। তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। তাদের প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল বলে জানা গেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে মধ্যপ্রদেশ কৃষি বিভাগের মূকনাট্যের অংশ হিসেবে পণ্ডিত রবিশঙ্কর শুকলা স্টেডিয়ামে তারা নাচছিলেন।
তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অতিরিক্ত পুলিশ সুপার রোহিত কাশওয়ানি জানান।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে তারা ডিন্ডোরি জেলা থেকে জাবলপুরে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।-যুগান্তর