৪ জুন প্রথম হজ ফ্লাইট শুরু

যুগবার্তা ডেস্কঃ আগামী ৪ জুলাই থেকে এ বছরের প্রথম ফ্রাইট শুরু হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবে যাত্রা শুরু করে চলবে ৫ আগস্ট পর্যন্ত। বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন হাব আজ এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।

রাজধানীর এক হোটেলে এ সংবাদ সম্মেলনে আরও জানান, সৌদি আরবের জেদ্দা বিমান বন্দর থেকে হজযাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট থেকে। হজ ফ্লাইট শেষ হবে ১৪ সেপ্টেম্বর।
হজে যেতে প্রতারণা এড়াতে হাজীদের উদ্দেশ্যে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘কোনও মধ্যস্বত্তভোগীকে টাকা দেবেন না। হজে যেতে সরাসরি এজেন্সিতে এসে টাকা দিয়ে রশিদ সংরক্ষণ করবেন অথবা এজেন্সির একাউন্টে টাকা জমা দিন।’
ধর্ম মন্ত্রণালযের তথ্য অনুযায়ী চলতি বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ যাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাবেন। এদের মধ্যে অর্ধেক বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকীদের বহন করবে সৌদিয়া এয়ারলাইন্স।
এ বছর ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে হজযাত্রীদের। ফলে সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশনের জন্য হজ যাত্রীদের লাইনে দাঁড়াতে হবে না।