৪ ঘণ্টার পরীক্ষা সাড়ে ৩ ঘণ্টা করার প্রতিবাদ

যুগবার্তা ডেস্কঃ ‘৪ ঘণ্টার পরীক্ষা সাড়ে ৩ ঘণ্টা মানিনা’ এই স্লোগানকে সামনে রেখে আজ রবিবার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তেজগাঁও কলেজ সংসদ ছাত্র সমাবেশের আয়োজন করে।
গত ৪ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় ৪ ঘণ্টার পরীক্ষা সাড়ে ৩ ঘণ্টা করার সিদ্ধান্ত হঠাৎ করেই জানায় শিক্ষার্থীদের। কোনরকম প্রশ্নের ধরন বদলানো বা সিলেবাস পরিবর্তন না করেই পরীক্ষা শুরু হওয়ার মাত্র ১৫ দিন আগে হুট করে এই সিদ্ধান্ত নেয়ায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তেজগাঁও কলেজ সংসদ ছাত্র সমাবেশ আয়োজন করে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তেজগাঁও কলেজ সংসদের সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অন্তু নাথের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি দীপক শীল, তেজগাঁও কলেজ সংসদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন রাজু, তেজগাঁও কলেজের শিক্ষার্থী ডালিম আহমেদ। সমাবেশে উপস্থিত ছিলেন রমনা থানা সংসদের সাধারণ সম্পাদক অমিত দে, কলাবাগান থানা সংসদের সাংগঠনিক সম্পাদক মো. রাজু।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন বৈষম্যমূলক ছাত্রস্বার্থবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। না করা হলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও-এর মত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ার করেন বক্তারা।