হকার হানিফের মৃত্যুর জন্য ভবনের মালিক দায়ী

যুগবার্তা ডেস্কঃ গতকাল সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় এল মল্লিক ভবনের ছাদ থেকে ইটের দেওয়াল পড়ে বাংলাদেশ হকার্স ইউনিয়ন পল্টন ফুটের সদস্য মো. হানিফের মৃত্যু এবং কয়েকজন সাধারণ পথচারী আহত হয়। ঘটনার জন্য দায়ী ভবন মালিককে গ্রেফতার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে আজ দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে।
হকার্স ইউনিয়নের আয়োজিত সমাবেশে আব্দুল হাশেম কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, হকার সংগ্রাম পরিষদের আহবায়ক আবুল হোসাইন, ছিন্নমুল হকার সমিতির সভাপতি কামাল সিদ্দিকী, হকার্স ইউনিযনে সহ-সভাপতি আবুল কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, কেন্দ্রীয় নেতা মো. সাহাবুদ্দিন, হানিফ মিয়া, বিল্লাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হকার হানিফের মৃত্যুর জন্য দায়ী ভবন মালিককে গ্রেফতার এবং তার পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় ভবনের তালা খুলতে দেওয়া হবে না।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাউস বিল্ডিং-এর সামনে এসে শেষ হয়।