সৌদিতে জঙ্গিদের মর্টার হামলায় দুই বাংলাদেশী নিহত

যুগবার্তা ডেস্কঃ ইয়েমেন থেকে জঙ্গিদেও ছোড়া মর্টার হামলায় সৌদি আরবে কর্মরত দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার সকালে সৌদি আরবে সীমান্তবর্তী এলাকা জিজানের সামতাহ নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
বাংলাদেশ দূতাবাস দুই বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা হলেন টাঙ্গাইলের নুরু ও ব্রাহ্মণবাড়িয়ার বাতেন। তারা জিজান এলাকায় সামতাহ জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া মর্টার হামলায় তারা নিহত হন বলে জানা গেছে।
এঘটনার পরে সৌদি প্রবাসীদেও দিয়ে বাংলাদেশী আত্মীয় স্বজন উদ্বিগ্ন হয়ে পড়েছে। কয়েকদিন আগে মক্কায় ক্রেন ভেঙ্গে বিভিন্ন দেশের হাজ্বীদের সাথে বেশ সংখ্যাক বাংলাদেশীরা আহতও নিহত হয়েছে। এর কয়েকদিনের মাথায় এঘটনায় ঘটায় চিন্তার কারন হয়েছে। দেশটিতে জঙ্গিদের টার্গেটে পরিনত হয়েছে।