যুগবার্তা ডেস্কঃ সৈয়দপুর বিমান বন্দরে ইউএস বাংলার একটি বিমান অবতরনের সময় দুর্ঘটনার কবলে পড়েছে। আজ সকালে ঢাকা থেকে রওয়ানা দিয়ে সৈয়দপুর পৌছে অবতরনের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে।
ইউএস বাংলা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পৌনে ৭ টায় ৭৪ জন যাত্রী নিয়ে রানওয়েতে অবতনের সময় বিমানের একটি চাকা খুলে গেলে এই দূর্ঘটনা ঘটে। যাত্রী নামানোর পরে ৪৬ যাত্রী নিয়ে ঢাকায আসার কথা ছিল। দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। যাত্রীদেও মধ্যে থেকে ৬ যাত্রী সামান্য আহত হলে, তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
একটি সূত্র থেকে জানা যায়, টাওয়ারে সমস্যা থাকায় আবওহাওয়া খারাপ থাকায় বীপরিত থেকে বিমানটি অবতন করলে এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৩ ঘন্টা বিমান ওঠানামা বন্ধ ছিল। বেলা সাড়ে ১০টায় পরবর্তী বিমান ঢাকায় ছেড়ে যায়। যাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছে। ঢাকা থেকে একটি ফায়ার হেলিকপ্টার ঘটনা স্থলে গিলে বিমানটি উদ্ধার করেছে।