মংলা থেতে মোঃ নূর আলমঃ গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে র্যাব-৮ এর বিশেষ অভিযানে সুন্দরবন সংলগ্ন বরগুনা জেলার পাথরঘাটা থানার রুহিতার চর থেকে বাঘ ও হরিণের চামড়া পাচারের সাথে যুক্ত তিন বনদস্যুকে ২টি একনলা বন্দুক ৫ রাউন্ড গুলি এবং হরিণের চামড়াসহ আটক করা হয়েছে। আটককৃত জলদস্যুরা হচ্ছে বরগুনা জেলার পাথরঘাটা থানার হোগলাপাশা গ্রামের মোঃ জসিম উদ্দিন (২২) পিতা-খলিলুর রহমান, মোঃ মুসা (৪২) পিতা-মৃত-আব্দুল বারেক মুন্সি এবং মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার নরসিংহপুর গ্রামের মোঃ সাইদ (৪২) পিতা- হাজী মোঃ লাল মিয়া ব্যাপারী। আটক বনদস্যুরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা দেশ ও দেশের বাইরে সুন্দরবনের বাঘ এবং হরিণের চামড়া পাচার করার সাথে যুক্ত। আটক বনদস্যুদের বরগুনা জেলার পাথরঘাটা থানায় আইনানূগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।