নিজস্ব প্রতিবেদক:
ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর একটায় (২৮ মার্চ, ২০১৮) মালিবাগে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের সংগঠন ‘পথিকৃৎ’ এ আলোচনা সভার আয়োজন করে।
পথিকৃৎ এর সভাপতি রাতুল সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা.এমএ আজিজ বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ও পূর্ব দিক নির্দেশনার কারণে বাংলাদেশ দ্রততর সময়ে স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সত্তরের নির্বাচনের পর তৎকালীন পূর্ব বাংলার অঘোষিত রাষ্ট্র প্রধান ছিলেন। ১৯৭১ সালের মার্চেই হানাদার বাহিনী যে বাংলাদেশকে আক্রমণ করবে তা তিনি বুঝতে পেরেছিলেন। তাই তিনি মুক্তিযুদ্ধের সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। তিনি তার কর্মীদের বিভিন্ন সময়ে বিভিন্ন দিক নির্দেশনা দিলেও মার্চের মাঝামাঝি সময়ে এসে তার আস্থাশীল নেতা কর্মীদের দিক নির্দেশনামূলক চিরকুট ধরিয়ে দিতেন। তারা সেকথা মত কাজ করতেন। মুক্তিযুদ্ধ শুরুর আগেই কলকাতা সরকার গঠনের উদ্দেশ্যে বাসা ভাড়া করে রেখে দিয়েছিলেন তিনি।
স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধের ঘোষণা ৭ মার্চ পরোক্ষাভাবে দেন। এসময় তিনি যুদ্ধের কৌশল জাতিকে বলে দেন। ২৬ মার্চের প্রথম প্রহরে গ্রেফতার হওয়ার আগ মুহূর্তে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। যা আওয়ালীম নেত হান্নান শাহ ২৬ মার্চ পুনরায় বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেন। অথচ বাংলাদেশ স্বাধীনতা বিরোধী গোষ্ঠী তা মানে। সকলকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে চেতনাকে উদ্ধুদ্ধ করে। দেশের উন্নয়নে শামিল হওয়ার আহ্বান জানান এই চিকিৎসক।
পথিকৃৎ সাধারণ সম্পাদক অচিন্ত্য সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সার্জারী বিভাগের প্রধান মেজর জেনারেল (অব) অধ্যাপক ডা. এমএ বাকী, অধ্যাপক ডা. মুঞ্জুরুল কাদের, সহযোগী অধ্যাপক ডা. মুশফিকা রহমান, প্রভাষক ডা. আহমেদ কবির হিমেল, ইন্টার্ণ চিকিৎসক পরিশোধের সাধারণ সম্পাদক ডা. আশরাফুল ইসলাম, পথিকৃৎ এর সহসভাপতি অস্মিতা মজুমদার প্রমুখ।