নিজস্ব প্রতিবেদক:
ডা: সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন স্তরের ৫৪ জন কর্মকর্তা কর্মচারী ২দিন ব্যাপী ফায়ার সেফটি বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়েছেন।
বৃহস্পতিবার দুপুর দুইটায় দুদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়।
দুদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দূর্ঘটনার তাত্ত্বিক বিষয়ে উপর আলোচনা করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আনোয়ার হোসেন, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম ও ওয়্যারহাউড ইন্সেপেক্টর নুরুল আলম।
প্রশিক্ষণের দ্বিতীয় দিনের প্রথমভাগে প্রথম দিনের তাত্ত্বিক বিষয়ের উপর পর পরীক্ষায় অংশ নেওয়ার পাশাপাশি শেষভাগে কর্মশালার সকল তাত্ত্বিক বিষয়গুলোর উপর ব্যবহারিক পরীক্ষায় অংশ নেন প্রশিক্ষণার্থীরা।
প্রসঙ্গত, ডা: সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এ কর্মশালায় প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে।
এর আগে গত বুধবার সকাল দশটায় রাজধানীর মালিবাগে হাসপাতালটির ১৪ তম তলায় ডা: সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হসপিটাল লিঃ এর সিইও অধ্যক্ষ অধ্যাপক ডা : এম এ আজিজ এ কর্মশালার শুভ উদ্ধোধন করেন।