সাতক্ষীরায় ১৫টি প্রতিমা ভাংচুর

সাতক্ষীরার আশাশুনিতে একটি মন্দিরের ১৫টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে প্রতাপনগর ইউনিয়নের কর্মকারপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে এ ঘটনা ঘটে।
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কর্মকারপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দিরের সভাপতি অমিত সোম ঘোষ বলেন, ‘কিছুদিন পরেই দুর্গাপূজা। প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষ। রংয়ের কাজ চলছিল। মঙ্গলবার রাতেও আমরা এখানে ১১টা পর্যন্ত ছিলাম। চলে যাওয়ার পর দুর্বৃত্তরা প্রতিমাগুলোর কোনটির হাত, কোনটির মাথা ভেঙে দিয়েছে। সকালে এসে দেখি এই অব¯’া। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, খবর পেয়ে তিনি ঘটনা¯’লের উদ্দেশে রওনা হয়েছেন।-ইত্তেফাক।