‘সম্রাটের ওটি নেই’

ফজলুল বারীঃ আচ্ছা ডোনাল্ড ট্রাম্পের কি নেই?‌ আমেরিকায় মুখে মুখে ফিরছে একটাই প্রশ্ন। জিজ্ঞেস করেই হেসে কুটোকুটি হচ্ছেন সকলে। ব্যাপারটা কী?‌ ফের কি গোলমেলে কাণ্ড করে বসলেন ট্রাম্প?‌ আসলে তিনি কিছু করেননি। কাণ্ডটি ঘটিয়েছে একটি অরাজনৈতিক সংগঠন। নির্বাচনী প্রচারে ট্রাম্পের মন্তব্যে তিতিবিরক্ত হয়ে নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস, সিয়াটল ও ক্লিভল্যান্ড— আমেরিকার পাঁচটি শহরকে বেছে নেয় তারা। বৃহস্পতিবার রাত পোহাতেই শহরবাসীর চক্ষু চড়কগাছ। শহরের মাঝখানে শোভা পাচ্ছে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাদুস নুদুস নগ্ন একখান মূর্তি। ট্রাম্পে আদলে তৈরি থলথলে বেঢপ ওই মূর্তিটিকে কমলা রঙের। স্থূল পেটের সঙ্গে মানানসই খর্বাকৃতির আঙুল তৈরি করেছেন শিল্পী। তবে গোল বেঁধেছে অন্য জায়গায়। মূর্তিটিতে কোনও পুরুষাঙ্গ নেই। মূর্তিটির নাম দেওয়া হয়েছে ‌‘‌সম্রাটের ওটি নেই’‌। তাই ইচ্ছে করেই যে শিল্পী এ কাজ করেছেন, তা বুঝতে কারও বাকি নেই। খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি। সঙ্গে সঙ্গে ‘‌হবু’‌ প্রেসিডেন্ট–এর সঙ্গে সেলফি তোলার হিড়িকও পড়ে যায়। সোশ্যাল মিডিয়াতেও সেই ছবি অন্যদের সঙ্গে ভাগ করে নেন অনেকে। ট্রাম্প বা তাঁর মুখপাত্র অবশ্য এব্যাপারে কোনও মন্তব্য করেননি। তবে বিতর্ক এড়াতে ঝটপট মূর্তিগুলি সরিয়ে নেওয়া হয়েছে। -সূত্রঃ ফেইসবুক

‌‌‌‌‌‌