যুগবার্তা ডেস্কঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি এক বিবৃতিতে শ্রীলংকায় তিনটি গির্জা ও তিনটি হোটেলে একযোগে কাপুরোষোচিত বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তারা বলেন, খৃষ্টান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ‘ইষ্টার সানডে’তে প্রার্থনারত মানুষের উপর এই বর্বরোচিত হামলার ঘটনায় সকল শান্তি প্রিয় মানুষ ক্ষুব্ধ ও স্তম্ভিত । হামলাকারীরা তাদের ছক অনুযায়ী খৃষ্টান সম্প্রদায়ের এই বিশেষ দিনটিকেই বেছে নিয়েছে।
বিবৃতিতে তারা বলেন, দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশে উগ্র সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হামলায় আমরা উদ্বিগ্ন। বিবৃতিতে এতদঅঞ্চলের সকল শান্তিকামী, শুভবুদ্ধিসম্পন্ন গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই সস্ত্রাসী কার্যক্রম মোকাবেলা ও প্রতিহত করার আহবান জানান।