যুগবার্তাতা ডেস্কঃ রাজধানীর কাকরাইলে আলোচিত শিক্ষার্থী রিশা হত্যার খুনি ওবায়েদকে নীলফারী থেকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে নীলফামারী ডোমার উপজেলার নীলফারী ডোমার সড়কের খানকাবাড়ী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।আজ সকালে তাকে ঢাকায় পাঠনো হয়েছে।
গত ২৪ আগষ্ট দুপুরে কাকরাইল ফুট ওভার ব্রিজের উপরে বোখাটের ছুরিকাঘাতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশা মারাত্মকভাবে আহত হয়ে ২৮ আগস্ট সকালে মারা যায়।এই ঘটনায় রিশার মা তানিয়া বেগম রমনা থানায় ওবায়দুল খানকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।রিশার সহপাঠীদের লাগাতার আন্দোলনে পুলিশ গত সোমবার ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য যে ওবায়েদ ইস্টার্ণ মল্লিকা বিপণী মার্কেটের বৈশাখী টেইলার্সের কাটিং মাস্টার ছিল।সেখানে রিশার জামা বানাতে গিয়ে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দিলে সেই নাম্বারে বিরক্ত করত।পরে মোবাইল সিম বন্দ করে দিলে স্কুলের সামনে তাকে উত্যক্ত করে।গত ২৪ আগস্ট রিশা ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়ে মারা যায়।মৃত্যুর আগে রিশা পুলিশের কাছে জানিয়েছে ওবায়েদ তাকে ছুরিকাঘাত করেছে।