শহীদ পিন্টু দিবস পালিত

যুগবার্তা ডেস্কঃ শহীদ ইয়াসীর আরাফাত পিন্টু দিবসে বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল শনিবার বিকালে তোপখানা রোডস্থ কার্যালয় স্মরণ সভা করেছে।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী সাজু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক গৌতম শীল। উক্ত সভায় বক্তব্য রাখেন ঢাবি সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাহাত, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ মায়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৯২ সালের ২৬ মার্চ শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে “গণ আদালত’’ গঠন করে একাত্তরের ঘাতক-দালালদের বিচারের ঘোষণা দেয়া হয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণআদালতে রাজাকারদের বিচারের দিন যতোই এগিয়ে আসছিল ততোটাই মরিয়া হয়ে উঠছিল রাষ্ট্র ক্ষমতার খুব কাছাকাছি থাকা একাত্তরের পরাজিত শক্তি জামাত-শিবির চক্র। ষড়যন্ত্রে লিপ্ত হয় ধর্মের নামে বজ্জাতি করে বেড়ানো জামাত শিবির সন্ত্রাসীরা। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের একটা সন্ত্রাসী হামলার প্রস্তুতি গ্রহণ করে। ১৯৯২ সালের ১৭ মার্চ পবিত্র রমজান মাসের এই দিনে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো যখন রাজশাহী শহরে পূর্ব ঘোষিত অনশন কর্মসূচী পালন করছে ঠিক সেই সময়ে ফাকা ক্যাম্পাসে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রগতিশীল ছাত্র ও সাংস্কৃতিক কর্মীদের উপর পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বর্বরোতম হামলা চালায় জামাত-শিবির সন্ত্রাসীরা। নৃশংসভাবে হত্যা করা হয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের ছাত্র জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ নেতা শহীদ ইয়াসীর আরাফাত পিটুকে। আহত করা হয় শতাধিক শিক্ষার্থীকে।