শপথ নেওয়ায় সাংসদ জাহিদ বহিস্কার

মাহাবুবুর রহমানঃ সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় জাহিদুর রহমানকে দল থেকে বহিস্কার করেছে বিএনপি। আজ শনিবার রাত সাড়ে নয়টায় দলীয় সিদ্ধান্তের নিশ্চিত করেছে মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

জানাগেছে, রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বিএনপির সিদ্ধান্ত ছিল যারা নির্বাচত বলে ঘোষিত হয়েছেন তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। এই সিদ্ধান্ত লংঘন করে গত বৃহস্পতিবার ঠাকুরগাঁ -৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান
শপথ গ্রহণ করেন। সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ গ্রহণ করেন তিনি।

তবে শপথ শেষে সংসদ সদস্য জাহিদুর রহমান বলেছিলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় হয়রানির শিকার। আমি সংসদে গিয়ে এই মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানাব। সংসদে দাঁড়িয়ে আমি প্রধানমন্ত্রীর নিকট আহ্বান জানাব এই বলে যে, দেখুন পুলিশ মিথ্যা মামলা দিয়েছে। এই মামলা প্রত্যাহারের ব্যবস্থা করুন। আর আমার অন্যতম আহ্বান হবে, আমার নেত্রী। একজন বয়স্ক মহিলা। যার ৭৩ বছর বয়স তাকে মুক্ত করে দিন। গণতন্ত্রের স্বার্থে তাকে মুক্তির দাবি জানাব। সংসদে গিয়ে এটাই আমার প্রথম অঙ্গীকার।

এ বিষয় মির্জা ফখরুল বলেন, দলের সিদ্ধান্তকে ভঙ্গ করে অপরাধ করেছেন, গর্হিত কাজ করেছেন। তারই পরিপ্রেক্ষিতে আজ স্থায়ী কমিটির বৈঠকে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।

হুইপ ইকবালুর রহিম বলেছেন, সরকার থেকে কোন চাপ নেই।নির্বাচিতরা জনগনের চাপে আছে। শুরু জাহিদ নয়, বাকি ৫ জন শপথ নিবেন।তারা বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ রাখছেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ৮ জন নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যে ৩ জন শপথ গ্রহণ করেছেন।