যুগবার্তা ডেস্কঃ রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার বিকেলে দৈনিক আমাদের অর্থনীতি কার্যালয়ে এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করলেও সেই বাংলাদেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭.৩ বিলিয়ন ডলার। আর রপ্তানি আয় ৩২ বিলিয়ন ডলার। বর্তমানে দেশটি ১০৭ টি দেশে ওষুধ রপ্তানি করছে।
স্বাধীনতার পর ৭ কোটি জনগণের এই দেশে ব্যাপক খাদ্য সংকট থাকলেও বর্তমানে ১৬ কোটি জনগণের এই দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এমনকি নিজেদের চাহিদা মিটিয়ে আমরা এখন বিদেশেও খাদ্য রপ্তানি করে থাকি। দেশের বর্তমান এই উন্নয়ন ও অগ্রযাত্রাকে বিস্ময়কর বলেও মন্তব্য করেন তিনি।